১২৫ তম মধূৎসব দ্বিতীয় দিন।


অনুক্রম 


সকালের গুরু পূজা।


সকালের উপাসনা।


দুপুরের উপাসনা।


সান্ধ্য উপাসনা 


নৈশ উপাসনা।


শ্রেষ্ঠতাসূচক সঙ্গীত ৭ মিনিট

নির্ব্বেদ-জনক সঙ্গীত :৭ মিনিট

মনের প্রতি :৭ মিনিট

জনের প্রতি :৯ মিনিট

গুনকীর্ত্তণ :১:৩০মিনিট

স্বীয় পাপের উল্লেখ :৭ মিনিট

পাপ মুক্তিএবং গুণের জন্য প্রার্থনা :২০ মিনিট

ধ্যান :১০ মিনিট

কৃপাময় ও আনন্দময় স্তব :১০মিনিট

ধন্যবাদ ও প্রণাম :১৩ মিনিট


সকলকে সাদরে আহ্বান জানাই ১২৫তম মধূৎসবে। আমাদের উৎসবে প্রতিদিন তিনঘন্টা করিয়া চারটি উপাসনা এবং ত্রিসন্ধ্যা গুরু পূজা হইয়া থাকে। আমাদের প্রতিটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হইয়া থাকে।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ